বিকাশ, রকেট, নগদের ভিতরে কোনটি ভালো? এবং কেন?

বিকাশ, রকেট, নগদের ভিতরে কোনটি ভালো? এবং কেন?

 বিকাশ, রকেট, নগদের ভিতরে কোনটি ভালো? এবং কেন?

বিকাশঃ

বিকাশ হল সহজলভ্য। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতেও আপনি বিকাশের এজেন্ট যেমন পাবেন তেমনি শহরাঞ্চলে হাতের কাছেই পাবেন। বাংলাদেশের মোবাইল ব্যাংকিং এর প্রায় ৮০% তাদের হাতে রয়েছে।

কিন্তু বিকাশের সমস্যা হল এটি বেশ খরুচে। হাজারে ১৮ টাকা ৫০ পয়সা লাগে। এখন কোথাও টাকা পাঠাতেও ৫ টাকা করে দিতে হয়। আছে টাকা পাঠানোর বাধ্যবাধকতা।

কিন্তু বিকাশের গ্রাহক এত বেশি যে আপনি প্রায় প্রত্যেকের কাছেই পাবেন বিকাশের একাউন্ট। তাই অন্য মোবাইল ব্যাংকিংগুলোতে একাউন্ট না থাকার দরুণ বিকাশ ব্যবহার করতে হয়।

প্রায় প্রতিটা ই কমার্স থেকে শুরু করে ই পেমেন্ট সিস্টেমে বিকাশ সবার পছন্দের শীর্ষে থাকে। ঈদ বা বিভিন্ন সময় এদের ক্যাশব্যাক অফারও দেয়। তাই বলা যায় যে বিভিন্ন কারণে বিকাশ একচেটিয়া ব্যবসার পাশাপাশি সুবিধাও দিচ্ছে।

রকেটঃ

রকেট হল ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং। তবে রকেট ব্যাংকের অন্যান্য শাখার মত গুরুত্ব কম পায়। বিকাশ ব্র্যাক ব্যাংকের হলেও তা সম্পূর্ণ আলাদা একটা ব্র‍্যান্ড ইমেজ দাড়িয়ে গেছে। রকেট এর যা হয়নি। আগে এর নাম ছিল ডাচ বাংলা ব্যাংকিং।

রকেটের সুবিধা হল যাদের ডাচবাংলা ব্যাংকে একাউন্ট আছে তাদের জন্য। আর ডাচবাংলার এটিএম দেশের আনাচাকানাচে ছড়িয়ে আছে। এটিএম থেকে হাজার টাকা তুলতে লাগে মাত্র ৯ টাকা। যেটি কিনা দেশের সবচেয়ে কম। এজেন্টে অবশ্য সেই ১৮ টাকা ৫০ পয়সাই লাগে।

আর এদের আরও সুবিধা হল এদের সিকিউরিটি খুবই শক্ত। বিকাশের এ বিষয়ে দুর্নাম আছে।

নগদঃ

নগদ হল বাংলাদেশ ডাক বিভাগ ও প্রধানমন্ত্রীর সাবেক ডেপুটি প্রেস সচিব ও তার বন্ধুর কোম্পানি।[1] এর কারণে তারা পুরো ব্যাংকিং কাঠামোর বাইরে এসে নানা সুযোগ দিতে পারছে যা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।

ক্যাশআউটে তাদের চার্জ হল ১১ টাকা ৫০ পয়সা। আর তাদের লেনদেনের সীমা বিকাশ বা রকেটের চেয়ে অনেক বেশি।

তারা ঘরে বসে সেল্ফ রেজিস্ট্রেশন করার পদ্ধতি প্রথম চালু করে ফলে অনেক গ্রাহক পায়।

সম্প্রতি তারা ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য হাজারে ক্যাশআউটে ৬ টাকা খরচে দিচ্ছে।

আমার মতে তিনটি তিন রকমের ভাল।

আপনি যদি সহজপ্রাপ্যতার দিক চিন্তা করেন তাহলে বিকাশ ভাল, আপনি যদি কম খরচের কথা চিন্তা করেন তবে রকেট ভাল,

আপনি যদি উদ্যোক্তা অথবা কম খরচ বা অনেক অর্থ লেনদেন করতে চান তাহলে নগদ ভাল।

Post a Comment

Previous Post Next Post