বাংলাদেশে প্রকাশ্যে চুমু খাওয়া কি বেআইনি?

 

বাংলাদেশে প্রকাশ্যে চুমু খাওয়া কি বেআইনি?

বাংলাদেশে প্রকাশ্যে চুমু খাওয়া কি বেআইনি? এক্ষেত্রে আমাদের আইন হচ্ছে সেকশন ২৯৪ ; পেনাল কোড ১৮৬০ । এই আইনে বলা হয়েছে, জনসম্মুখে কেউ যদি অশ্লীল কোনো কাজ করে মানুষের বিরক্তি উৎপাদন করে তাহলে ঐ ব্যক্তি অনুর্ধ্ব তিন মাসের জেল , অথবা শুধু জরিমানা , অথবা জেল - জরিমানা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

এই সেকশনটি হলো -- Whoever , to the annoyance of others , does any obscene act in any public place ... shall be punished with imprisonment of either description for a term which may extend to three months , or with fine , or with both .

এখন প্রশ্ন হলো -- প্রকাশ্যে চুমু খাওয়া অশ্লীল কিনা এবং এর ফলে জনমনে বিরক্তি সৃষ্টি হয় কিনা । এই দুটি প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় তাহলে এটি অপরাধ । না হলে অপরাধ না।

আইনে দুটি শব্দ ব্যবহার করা হয়েছে annoyance আর obscene . পেনাল কোড এ এই দুটি শব্দের কোনো সংজ্ঞা দেয়া নাই । সুতরাং , ডিকশনারী মিনিং খুঁজতে হবে ।

Black's LAW Dictionary তে annoyance শব্দের অর্থ লেখা হয়েছে -- Discomfort; vexation. Not synonymous with anguish, inconvenience, or harassment. "Annoyance and inconvenience" relate as much to physical as to mental conditions. It includes feeling of imposition and oppression .

অর্থাৎ , এনোয়েন্স শারিরীক এবং মানসিক উভয়ই হতে পারে , এনোয়েন্স এর প্রথম অর্থ হচ্ছে ডিসকমফোর্ট । এখন প্রেমিক প্রেমিকা প্রকাশ্যে চুমু খেলে বাকিরা যদি ডিসকমফোর্ট ফিল করে তাহলে অপরাধ হওয়ার প্রথম শর্তটি পূরণ হলো ।

এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটি দেখি --- অবসিন বা অশ্লীল কাজ একেক জনের কাছে একেকরকম , হাত ধরে হাঁটাও কারো কাছে অশ্লীল মনে হতে পারে , আবার এর চেয়েও অনেক বেশী কিছু অন্য একজনের কাছে স্বাভাবিক মনে হতে পারে । আইনগত দিক বিবেচনায় আমাদের আবার ফিরতে হবে Black's LAW Dictionary র কাছে ।

অবসিন শব্দের অর্থ হিসেবে Black's LAW Dictionary বলেছে ---

Material is "obscene" if to average person, applying contemporary community standards, dominant theme of material taken as a whole appeals to prurient interest, if it is utterly without redeeming social importance, if it goes substantially beyond customary limits of candor in description or representation, if it is characterized by patent offensiveness .

প্রথমত: একটা বিষয় শ্লীল না অশ্লীল এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কী মনে করেন তা গ্রহণযোগ্য হবে না । বলা হয়েছে: এভারেজ পার্সন এর কথা ; বাংলাদেশের একজন এভারেজ পার্সন যদি মনে করে এটা অশ্লীল তাহলে অশ্লীল। বিদ্বান বা পণ্ডিত লোকদের স্ট্যান্ডার্ড এখানে খাঁটবে না, বাংলাদেশের আমজনতার স্ট্যান্ডার্ড বিবেচনা করতে হবে। আমরা যারা এটাকে স্বাভাবিক বলতে চাই , আমাদের পিতা মাতা কিন্তু মোটেও স্বাভাবিক হিসেবে বলবেন না , তারা বলবেন অশ্লীল ।

দ্বিতীয়ত: Applying contemporary community standards, অর্থাৎ , বর্তমান সময়ের সামাজিক স্ট্যান্ডার্ড বিবেচনা করতে হবে । আমরা ইন্টারনেটের কল্যাণে পুরো বিশ্বের সমাজ ব্যবস্থা সম্পর্কে জানি । কিস্তু আমরা যে সমাজে বাস করি এই সমাজের স্ট্যান্ডর্ড অনুসারে , বিষয়টি কী অশ্লীল হিসেবে গণ্য হয় নাকি স্বাভাবিক কর্মকাণ্ডের মধ্যে পড়ে ? If it goes substantially beyond customary limits -- অর্থাৎ , এটি কি সামাজিক প্রথার সীমাকে অতিক্রম করেছে ? যদি করে তাহলে -- অশ্লীলতার পর্যায়ে যাবে । এই প্রশ্নের উত্তর তুলনামূলক সহজ । সীমা অতিক্রমের পর্যায়ে না গেলে কি এত হৈ চৈ হয় ।

অল্প কথায় শেষ করতে চাইলে , বর্তমানের সামাজিক বাস্তবতায় মানুষ বিষয়টি এখনও স্বাভাবিকভাবে নেয়না -- সেই হিসেবে এটি অপরাধের মধ্যে পড়ার সম্ভাবনা অধিক । অন্তত সেকশন ২৯৪ এর বিধান অপরাধ হিসেবেই গণ্য করবে। অনেকে প্যাঁচ লাগাতে পারেন -- দুজন রাজি থাকলে কী সমস্যা ? এখানে মূলত রাজি খুশির ইস্যু না ; এখানে ইস্যুটি হলো পাবলিক প্লেস এ আপনাদের কর্মকাণ্ড মেনে নিতে পাবলিক রাজি আছে কিনা ।

সমাজের মানুষ ব্যাকডেটেড হতে পারে , আইন পুরোনো আমলের হতে পারে ; কিন্তু যতদিনে এই সমাজ এই আইন না পাল্টায় ততদিনে চলমান আইনকেই মেনে নিতে হবে --- Obscene acts are punishable offence .

Post a Comment

Previous Post Next Post