অযথা তর্ক বা অকারণ তর্ক কিংবা, কুতর্কে জড়িয়ে পড়ার মতো পরিস্থিতিতে, আমরা অনেক সময়ই নিজের অজান্তেই জড়িয়ে পড়ি, যদি ও জড়িয়ে পড়া উচিৎ নয়।
তবে, অযথা তর্ক করা যখন বদভ্যাস বলে, নিজের কাছেই ধরা দিয়েছে, সেখানে এই বদভ্যাস দূর করার জন্য, পরামর্শের বিশেষ প্রয়োজন আছে বলে, মনে হয় না।
যেটা করা যেতে পারে,
কুতর্ককারীর পাল্লায় পড়া গেছে বুঝা মাত্রই, কালবিলম্ব না করে আত্মসমর্পণ করা উচিৎ এবং যথাশীঘ্র সম্ভব,
তাঁকে বিজয়ী ঘোষনা করে ফেলা উচিৎ।
হেরে যাবে কুতর্ক, অযথা তর্ক,
জিতে যাবেন, আপনিই।
Ways to get rid of bad habits! Find out
In situations like unnecessary arguments or unreasonable arguments or, so to speak, we often get involved unknowingly, if we should not get involved.
However, it does not seem that there is a special need for counseling in order to get rid of this bad habit, when arguing in vain is a bad habit.
All that can be done,
As soon as it is understood that the sophistry has fallen, one should surrender without delay and as soon as possible,
He should be declared the winner.
Sophistry will be defeated
You will win.