কুরআনের শব্দবিন্যাস পরিচিত , অর্থ বুঝে কোরআন পড়ি!

 

কুরআনের শব্দবিন্যাস  পরিচিত , অর্থ বুঝে কোরআন পড়ি!

আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্যে । অতএব, কোন চিন্তাশীল আছে কি ? (সূরা কামার ৫৪:১৭, ২২, ৩২, ৪০)


এই কথাটি আল্লাহ্‌ কোরআনে ৪ বার বলেছেন । আল্লাহ্‌ আমাদেরকে কোরআন নিয়ে চিন্তা ভাবনা করতে বলেছেন, একে অধ্যয়ন করতে বলেছেন; বোঝার জন্য সহজ করে দিয়েছি বলে, আমাদেরকে একে বোঝার তাগিদ দিয়েছেন । কিন্তু আল-কোরআন আসলে কতটা সহজ ?? চলুন দেখা যাক ......

পুরো কোরআনে মোট শব্দ আছে ৭৭,৪২৯ টি । কিন্তু পুনারাবৃত্তি আর একই শব্দের বিভিন্ন ব্যাবহারগুলো বাদ দিলে শব্দ সংখ্যা দাড়ায় মাত্র ৪৮৪৫ টি [১] । এর মধ্যে সর্বাধিক ব্যবহৃত মাত্র ৬০টি শব্দের অর্থ জানলেই পুরো কোরআনের মোট শব্দের অর্ধেক (৫০%) শব্দের সাথে আমাদের পরিচয় হয়ে যাবে ইনশা আল্লাহ্। আরও ২৫% শব্দের অর্থ জানতে আর মাত্র ২৬০ টি শব্দের সাথে পরিচিত হতে হবে । অর্থাৎ মাত্র ৩২০টি শব্দ শিখে আমরা কোরআনের ৭৫% অংশের শাব্দিক অর্থ বুঝতে পারবো । সুবহানাল্লাহ ! বিস্ময়কর ভাবে কত অল্প সংখ্যক শব্দ ব্যবহার করে আল্লাহ এই বিশাল কোরআনের বেশির ভাগ অংশ সাজিয়েছেন !

কোরআনের সর্বাধিক ব্যবহৃত ১০০টি শব্দের বিন্যাস । এই শব্দ গুলো মনে রাখতে পারলে পুরু কোরআনের প্রায় ৬০% অংশের সাথে আমাদের পরিচয় হবে ।

যেকোন ভাষা জানতে তার শব্দ ভান্ডার বাড়ানো ছাড়া কোন বিকল্প নেই । একটি শিশু যখন কথা বলা শিখে তখন সে কিন্তু আগে ব্যকরণ শিখে না, শব্দ শিখে । তাই, কোরআনকে বুঝতে হলে আমাদের কোরআনিক শব্দ ভান্ডার বাড়াতে হবে । চলুন আমরা কোরআনের সর্বাধিক ব্যবহৃত শব্দগুলোর সাথে ধীরে ধীরে পরিচিত হই । নিচের ছকে এই শব্দ গুলো, পুনারাবৃত্তি সংখ্যার ভিত্তিতে অধঃক্রমে সাজানো হল । প্রতিটি শব্দের অর্থ এবং কোরআন হতে এগুলোর সহজ উদাহরণ দেয়া হলো । উদাহরণ গুলোর বেশির ভাগই আল-কোরআনের ২৯ ও ৩০ পারার ছোট ছোট আয়াত থেকে নেয়া হয়েছে ।

আল-কুরআনের ৭৫% শব্দ PDF download (11 mb) DropBox লিঙ্ক GoogleDrive লিঙ্ক

******************************************************************************

অর্থ বুঝে কোরআন পড়ি [Book format]

******************************************************************************

অর্থ বুঝে কোরআন পড়ি (পর্ব আকারে)

*****************************************************************************

আল-কুরআনের সর্বাধিক ব্যবহৃত শব্দগুলোর ছবি/PDF download করতে এখানে ক্লিক করুন

সর্বশেষ পরিমার্জনঃ ০৮-১০-২০২০

যেসব বইয়ের সাহায্য নেয়া হয়েছেঃ

১। Qur’an word frequency, http://quran.ilmsummit.org

২। http://corpus.quran.com/

৩। সহীহ নূরানী কোরআন শরীফ, মূল তরজমা - মাওলানা আশরাফ আলী থানবী (রঃ) ।

৪। তিন ভাষায় Quranic Vocabulary - আবদুল করিম পারেখ, দারুস সালাম বাংলাদেশ ।

৫। কোরআনের অভিধান - হাফেজ মুনির উদ্দীন আহমদ, আল কোরআন একাডেমী লন্ডন ।

৬। লুগাতুল কোরআন, মূলঃ মওলানা আবদুল করীম পারেখ, অনুবাদকঃ মওলানা নাজমূল হক নোমানী, ভারত, ১৯৯৭ ।

৭। Arabic-English Dictionary of Qur’anic Usage By Elsaid M. Badawi, Muhammad Abdel Haleem, Koninklijke Brill NV, Leiden, The Netherlands, 2008.

৮। The Easy Dictionary of the Qur'an, Compiled by Shaikh Abdul Karim Parekh, Translated by (Late) Abdur Rasheed Kamptee, Dr. Abdulazeez Abdulraheem, Shaikh Abdul Ghafoor Parekh, 2000.

৯। কোরআনের বাংলা অনুবাদ - মুহিউদ্দীন খান ।

Post a Comment

Previous Post Next Post