উত্তরাধিকারদের সম্পদ বন্টন, কোরআন এ বর্নিত ওয়ারিশ বন্টন!

 

উত্তরাধিকারদের  সম্পদ বন্টন, কোরআন এ বর্নিত ওয়ারিশ বন্টন!

সূরা নিসা আয়াত ১১ ও ১২ তে মূলত উওরাধিকারদের সম্পদ বন্টন নিয়ে আলোচনা করা হয়েছে।

মৃতব্যক্তির ওসীয়ত ও ঋন পরিশোধের পর সম্পদ বন্টন করতে হবে।      

মোট ৬ ধরনের অংশ বা শতকরা (%) এবং একটি অনুপাত (২ঃ১) উল্লেখ করা হয়েছে,

নিন্মে বড় থেকে ছোট উপস্থাপন করা হলোঃ   

আংশঃ ২/৩, ১/২, ১/৩, ১/৪, ১/৬ এবং ১/৮

শতকরাঃ ৬৬.৬৭%, ৫০%, ৩৩.৩৩%, ২৫%, ১৬.৬৭% এবং ১২.৫%।

অনুপাতঃ  ২ঃ১ (ছেলে ২ অংশ পেলে মেয়ে ১ অংশ পাবে বা ছেলে ১০০% পেলে মেয়ে ৫০% পাবে অর্থাৎ ছেলে মেয়ের ডাবল পাবে )   


১. ২/৩ বা ৬৬.৬৭% যারা পাবেঃ

ক। একাধিক কন্যা (সকলে মিলে)

খ। পৌত্রী (পুত্রের কন্যা/নাতিনী)

গ। বোন

ঘ। বৈমাত্রেয় বোন (বাবা একাধিক কিন্তু মা দুইজন, তাদের ছেলেমেয়েরা)


২. ১/২ বা ৫০% যারা পাবেঃ

ক। মেয়ে (যদি ছেলে না থাকে)

খ। পৌত্রী (যদি ছেলে এবং মেয়ে না থাকে)

গ। বোন (যদি ছেলে, মেয়,  পৌত্রী না থাকে)

ঘ। বৈমাত্রেয় বোন 

ঙ। মৃত স্ত্রীর স্বামী (যদি সন্তান না থাকে) 


৩. ১/৩ বা ৩৩.৩৩% যারা পাবেঃ

ক। মা (যদি পিতা মাতা জীবিত থাকে)

খ। মা (যদি সন্তান না থাকে এবং ১ জন ভাইবোন থাকে) 


৪. ১/৪ বা ২৫% যারা পাবেঃ

ক। স্ত্রী (মৃত স্বামীর- যদি সন্তান না থাকে) 

খ। স্বামী (মৃত স্ত্রীর- যদি সন্তান থাকে)


৫. ১/৬ বা ১৬.৬৭% যারা পাবেঃ

ক। পিতা (যদি সন্তান বা ছেলে থাকে)

খ। মাতা (যদি সন্তান থাকে) 

গ। মাতা (যদি সন্তান না থাকে কিন্তু ২/ততধিক ভাইবোন থাকে) 


৬. ১/৮ বা ১২.৫০% যিনি পাবেনঃ

স্ত্রী (মৃত স্বামীর- যদি সন্তান থাকে) 

আরো সহজ ভাবে অংশীদার হিসেবে যেভাবে বন্টিত হবেঃ-

১. বাবা (মৃতব্যক্তির)ঃ 

ক। মৃতব্যাক্তির কোন পুত্র থাকলে বাবা ১/৬ বা ১৬.৬৭% পাবেন

খ। পুত্র, পুত্রের পুত্র না থাকলে কন্যা। 

     পুত্রের কন্যা থাকলে ১/৬ (তাদের দেওয়ার পর অবশিষ্ট অংশ পরে)   

গ। মৃতব্যক্তির কোন সন্তান না থাকলে, সব দেওয়ার পর পিতা পাবে)

২. মাতা (মৃতব্যক্তির)ঃ  

ক। কোন সন্তান না থাকলে মাতা ১/৬ পাবে

খ। কোন সন্তান নাই এবং ১ জনের বেশি ভাইবোন না থাকলে তবে মাতা ১/৩ বা ৩৩.৩৩% পাবে

৩. স্বামী (মৃত স্ত্রী থেকে যতটুকু পাবে)ঃ

ক। সন্তান থাকলে, স্বামী স্ত্রীর সম্পত্তির ১/৪ বা ২৫% পাবে

খ। সন্তান না থাকলে, স্বামী স্ত্রীর সম্পত্তির ১/২ বা ৫০% পাবে


৪. স্ত্রী (মৃত স্বামী থেকে যতটুকু পাবে)ঃ

ক। সন্তান থাকলে ১/৪ বা ১২.৫০% পাবে

খ। সন্তান না থাকলে ১/৪ বা ২৫% পাবে          

গ। একাধিক স্ত্রী থাকলে, সকলে সমানভাবে পাবে।

৫. ছেলে (মৃত বাবার যতটুকু পাবে)ঃ

    পিতা, মাতা, স্বামী/স্ত্রী পাওয়ার পর সম্পদ বন্টন হবে, মেয়ে না থাকলে সকল সম্পদ ছেলে পাবে।

৬. মেয়ে (মৃত বাবার যতটুকু পাবে)ঃ

ক। শুধুমাত্র ১ টি কন্যা থাকলে ১/২ বা ৫০% পাবে

খ। একাধিক কন্যা থাকলে সকালে মিলে ২/৩ বা ৬৬.৬৭%

গ। যদি পুত্র থাকে, তবে পুত্র ও কন্যার অনুপাত ২ঃ১ বা ছেলে মেয়ের দ্বীগুন পাবে।  

Post a Comment

Previous Post Next Post