পাকিস্তান ঘাস খেয়ে এটম বোমা বানানোর স্বপ্ন দেখেছিল । ১৯৭২ সালে দেখা সেই স্বপ্নটা তারা এসে পূরণ করেছে ১৯৯৮ সালে ।
.এটম বোম বানিয়েই ছেড়েছে । তারা শিক্ষার্থীদের নিউক্লিয়ার সাইন্সে উন্নত করছে । উন্নত করেছে গবেষণায় । চীনের সাথে মিলে তৈরি করছে ফাইটার জেট ।
.বাংলাদেশি জেনারেশনের একটা বড় অংশ সালমান মুক্তাদির , তাহসিনেশন , তিশা আর এয়ারটেলের নাটক নিয়ে ব্যাস্ত । এরা আবাহনী , মোহামেডান নিয়ে মারামারি করে । বান্ধবীর পোস্টে হা হা রিঅ্যাক্ট দিলে দলবল নিয়ে হামলা করে ।
.ক্যাম্পাস নিয়ে মারামারি করে । কনসার্টের টিকেট নিয়ে ফাইট করে । যতো সহজে এরা বিভিন্ন চ্যাটিং এপসের নাম বলতে পারে , ততো সহজে এরা কোন বৈজ্ঞানিক কার্যকরন ব্যাখ্যা করতে পারে না ।
.এরা ব্রাজিল আর্জেন্টিনার ফুটবল কোচের স্ট্র্যাটেজির ভুল ধরে ফেলে কিন্তু নিজের দেশটা যে আন্তর্জাতিক রাজনীতির ফুটবল হয়ে লাথি খাচ্ছে সেটা বুঝতে পারেনা ।
.এরা পুতিন , ট্রাম্প , বরিস জনসনের রাজনৈতিক সিদ্ধান্তের ভুল বুঝতে পারে কিন্তু কিভাবে স্বাধীনতার পর আমাদের পাট শিল্প , গার্মেন্টস শিল্প , চামড়াশিল্প হাতছাড়া হয়ে গেল সেটা বুঝতে পারে না ।
.এদের জীবনের একটা বড় অংশ কাটে ইউটিউবের কিছু থার্ড ক্লাস ভিডিওতে চোখ রেখে । জীবনের আরেকটা অংশ কাটে রিলেশনে কি করেছি আর কি করি নাই এসব ভেবে ।
.নজরুল আস্থা রেখেছিলেন তরুণ প্রজন্মের উপর । তিনি আশা করেছিলেন আধমরাদের ঘাঁ মেরে এরাই জাগিয়ে তুলবে ।
.বর্তমান অবস্থা দেখে আমার মনে হচ্ছে বরং আধমরাদেরই ঘাঁ মেরে তরুণ প্রজন্মকে জাগিয়ে তুলতে হবে !