জ্বি আছে সর্বজন নিন্দিত একটা পথ আছে। তবে এটা কিছুটা ভাগ্য যাচাইয়ের মতোন হয় প্রতিষ্ঠিত হবেন না হয় নিঃশেষিত হবেন। তব ওদিকে অবশ্যই যেতে চাইবেন না। আসলে দ্রুত সফল হওয়ার কোন উপায় আমার জানা মতে নেই। প্রতি বছর ৩১শে ডিসেম্বর এবং ১লা জানুয়ারি এই দুই দিনে আমরা প্রায় সবাই বিপরিত মুখী দুইটা চিন্তা করে থাকি। আর তা হল ৩১শে ডিসেম্বরে চিন্তা করি ইসসস আর একটা বছর চলে গেল জীবন থেকে, কত পরিকল্পনা ছিল কিন্তু কিছুই কর হল না।
আর বছরের প্রথম দিন চিন্তা করি গত বছরে যা করতে পারিনি এবছর তা করে ফেলবো। কিন্তু তারপর সেই আগের মত করে সময় বয়ে যায়, লক্ষ্য ঠিক থাকে কিন্তু সেই লক্ষ্যে আর পৌঁছানো হয় না। তাই চলুন আজ থেকেই শুরু করি নিজের লক্ষ্যের প্রতি এগিয়ে চলা। এই রুগ্ন ২০২০ সালকে সফল করার জন্য আপনার কাছে এখনও অনেকটা সময় আছে। এখন আপনি আপনার জীবনের সবথেকে বড় উদ্দেশ্যটা ঠিক করে ফেলুন এবং সঠিক লক্ষ্যে সফল হতে কাজ শুরু করুন আজ থেকেই। উদ্দেশ্যটা হতে পারে আপনার অন্যের অধীনে একঘেয়েমি চাকরি থেকে ইউ-টার্ন নিয়ে নিজেকে উদ্যোক্তা হিসাবে প্রতিষ্ঠিত করা অথবা নিজের আয় উপার্জনের বিকল্প রাস্তা তৈরি করা। হতে পারে নিজের একান্ত ব্যাক্তিগত কোন ইচ্ছা পুরন করা বা অন্য যে কোন কাজে নিজের দক্ষতা বৃদ্ধি করা। আপনার উদ্দেশ্য যাই হোক না কেন সেটা বাস্তবায়ন করার জন্য যদি সঠিক পরিকল্পনা না থাকে তাহলে আপনি কি সফল হতে পারবেন?
অবহেলায় জীবন থেকে যতটা বছর যাবার তাতো গেছেই। তাই চলুন না এবছর লক্ষ্য পূরনের জন্য একটু ভিন্ন ভাবে চেষ্টা করি। দেখবেন বছর শেষে ঠিকই আপনি আপনার লক্ষ্যে পৌঁছে গেছেন। তারপর আগামী বছর থেকে সেই সফলতা শুধু ঊর্ধ্ব মুখিই হবে। এতদিন যে সফলতা আসেনি পরিকল্পনা করে আগ্রসর হলে নিশ্চয় তা ধরা দেবে। আপনার জীবনে সফলতা আসবেই যদি আপনি ভবিষ্যৎ লক্ষ্যে অটল থাকেন। শুধু অতীতের ব্যর্থতা নিয়ে চিন্তা করবেন না। আপনার সামনের জীবনের সুখ-দুঃখ, সফলতা, ব্যর্থতা এগুলো নির্ধারিত হবে আপনার আজ এবং আগামী কালকের কাজে; গত দিনের কাজের জন্য নয়। এখানে ৪টি প্রশ্ন আছে, এই চারটি প্রশ্ন নিজেকে করে দেখুন উত্তর খুজে পান কি না।যদি আপনার কাছে উত্তর থাকে তাহলে আপনি আপনার লক্ষ্যের চুড়ায় সফল ভাবে উঠতে পারবেন এবং সেটা হতে পারে এবছরেই।
- বছর শেষে আপনি নিজেকে ঠিক কোথায় দেখতে চান?
- আপনার সম্পদ আপনি কোথায় খরচ করবেন?
- আপনার সফল হওয়ার এবং জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য পূরণের জন্য কত সময় প্রয়োজন?
- আপনার পরিকল্পনায় কাজ না হলে আপনি কি করবেন?
আপনার জন্য এই চারটি সহজ প্রশ্ন থাকলো। আপনি যদি এই বছর, এই ২০২০ সালে সফল হতে চান বা কোন উদ্দেশ্য পূরণ করতে চান তাহলে প্রশ্ন গুলো নিজেকে করুন এবং উত্তর খুজে বের করুন। আপনি যদি এই চারটি প্রশ্নের প্রতি মনোযোগী হয়ে আপনার লক্ষ্যের দিকে পা বাড়ান তাহলে দেখবেন জীবনে সফলতা এমন ভাবে ধরা দেবে যা আপনি আগে কখনো চিন্তাও করেননি।
আপনার জীবনকে সফল করতে, জীবনে লক্ষ্য অর্জন করতে আর জীবনের উদ্দেশ্য পুরন করতে নেমে পড়ুন আজ থেকেই। এই বছর শেষ হতে এখনও অনেকগুলো মাস, সপ্তাহ, দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড বাকি। জীবনের অনেক গুলো সময় তো নষ্ট হয়েছেই, তাই এই বছরটা হোক না লক্ষ্য পূরণের বছর।
Tags:
সোশ্যাল পোস্ট