অলিখিত সামাজিক নিয়মগুলোর কয়েকটি কী কী, যেগুলো সকলের জানা উচিৎ?
১) ডাইনিং টেবিলে বসে খাওয়ার সময় বাহাত টেবিলের উপর রাখবেন না। কেননা বিষয়টি আপনার বাদিকে বসা লোকটির জন্য বিরক্তিকর হতে পারে।
২) আপনার কাছে থাকা একাধিক কলম বা চিপসের প্যাকেট হতে যদি কাউকে দান করতে চান, তাহলে সর্বোত্তমটিই তাকে দান করবেন।
৩) যদি আপনি কোন ট্যাপের মুখ খোলা দেখেন তাহলে সেটা বন্ধ করার চেষ্ঠা করুন।
৪) নিকটবর্তী কোন ডাস্টবিন খুজেঁ না পাওয়া পর্যন্ত ময়লা আপনার ব্যাগে,হাতে কিংবা পকেটে রাখুন!
৫) কাজের সুবিধার্তে অনেক সময় আমাদেরকে লাইনে দাঁড়াতে হয় এবং সে সকল ক্ষেত্রে অবশ্যই লাইনের শৃঙ্খলা বজায় রাখতে সচেষ্ট থাকুন।
৬) খাওয়ার মেস কিংবা অন্য যে কোন স্থানেই হোক আপনার নিয়ন্ত্রণে থাকা আসনটি ছাড়ার সময় পাশের কাউকে যদি সেটি দখলে রাখতে বলেন,তবে ফিরে এসে অবশ্যই তাকে কৃতজ্ঞতা জানাবেন।
৭) এটিএম বুথ থেকে টাকা তোলার সময় ভিতরে কাউকে সঙ্গে নিয়ে যাবেন না।
৮) যে লোককে আপনি চেনেন না তাকে নিয়ে উপহাস করবেন না।
৯) কারো কম্পিউটার থেকে কিছু কপি করতে হলে প্রথমে অবশ্যই তার কাছ থেকে অনুমতি নিবেন এবং কাজ শেষ হওয়ার পর তাকে ধন্যবাদ জানাতে ভুলবেন না।
১০) যদি কারো বোতল থেকে জল পান করতেই হয় তাহলে অবশ্যই সেটা পুনরায় ভরে দেওয়ার চেষ্টা করুন।
১১) পার্কে কিংবা অন্য কোথাও জুটিদের দেখলে তাদের একান্তে সময় কাটাতে দিন এবং যতটা সম্ভব দুরত্ব বজায় রাখুন…
১২) যদি কেউ পাসওয়ার্ড টাইপ করতে থাকে তবে অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখুন।
১৩) ঘর থেকে বাইরে বেরনোর সময় অবশ্যই অপ্রয়োজনীয় সুইচগুলি অফ করে দিন।
১৪) গণপরিবহনে গান শুনতে হলে অবশ্যই ইয়ারফোন ব্যবহার করা উচিত নচেত নয়।
১৫)শেষ মুহূর্তে পরিকল্পনা বাতিল করবেন না,সমস্যা থাকলে শুরুতেই সেটা জানিয়ে দিন।
১৬) যারা জরুরী কাজে ব্যস্ত তাদের রাস্তা করে দিন।
”প্রেরণা লেখার উৎসাহ বাড়িয়ে দেয়”
”ঘষিতে লাগিল রাণী কনকমুকুর
বালু দিয়ে- প্রতিবিম্ব না হলি দূর।”—রবীন্দ্রনাথ ঠাকুর
Aayush Dutt, B.Tech Computer Science and Engineering, Indian Institute of Technology, Dhanbad
ফুটনোটগুলি
Tags:
সোশ্যাল পোস্ট