চোখ-এর নিচে কালি কেন পরে?

 চোখ-এর নিচে কালি কেন পরে?

চোখের নিচে যে কালো দাগ, একে আন্ডার আই ডার্ক সার্কেল বলি। একে চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় পেরিঅরবিটাল অথবা আনফ্রাঅরবিটাল বা পিগমেন্টেশন বা ডার্কেনিং বলে থাকি। এর সবচেয়ে ভালো বিষয় হলো, এর সঙ্গে কোনো জটিল মেডিকেল অবস্থা জড়িত নেই। এটি সৌন্দর্যের সঙ্গে সম্পৃক্ত। নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই এটি হয়। এর কারণ কী? একটি হলো জিনগত কারণ। এটা জেনারেশন থেকে জেনারেশন পর্যন্ত যেতে পারে। দ্বিতীয়ত আরেকটি কারণ হলো, ঘুমের অভাব। ঘুম ঠিকমতো না হলে চোখের নিচে কালো দাগ বা কালচে ভাব আসতে পারে। 

তিন নম্বর হলো, পুষ্টির অভাব। রক্তস্বল্পতা, ভিটামিন ডি-এর ঘাটতি এগুলো থাকলেও চোখের নিচে কালো দাগ হতে পারে। চার নম্বর হলো, বিশ্রামের অভাব। সেটি চোখের হতে পারে বা শরীরের হতে পারে। ইদানীং জীবনযাপনের ধরনটা এ রকম যে আমাদের চোখের চাপটা অনেক। আমরা ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইলের দিকে তাকিয়ে থাকি অনেকক্ষণ। অনেক্ষণ এগুলোর দিকে তাকিয়ে থাকলে চোখের নিচে কালো দাগ হতে পারে। মানসিক চাপ থেকেও চোখের নিচের কালো দাগ হতে পারে।ঘুমের অভাবে বা মানসিক চাপের কারণে রক্তের সঞ্চালন কমে যায়। তখন চোখের নিচে কালো দাগটা আসে। এরপর হলো অ্যালার্জি। অ্যালার্জিক রাইনাইটিস হোক, এরপর এটোপিক ডার্মাটাইটিস, একজিমা—কমন ডার্মাটাইটিস যাদের থাকে, তাদের এ সমস্যা হতে পারে। তাদের যেটি হয়, চোখের নিচে চুলকায়। নিয়মিত চোখ চুলকাচ্ছে, ঘষাঘষি করছে, এ কারণে সমস্যা হচ্ছে। একে আমরা সেকেন্ডারি পিআই বলে থাকি। পোস্ট ইনফ্লেমেটরি হাইপার পিগমেন্টেশন।

চোখ-এর নিচে কালি কেন পরে?

আরেকটি হলো, অ্যানাটমিক্যাল ডিফেক্ট। আমাদের চোখের নিচে একটি গর্ত আছে। একে আমরা টিয়ার ট্রাফ্ট বলে থাকি। কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায়, এ গর্তটা অনেক গভীর। গভীরতার কারণে ছায়া পড়ে। এটা দাগ নয়, তবে কালচে ভাবটা আসে।

চোখ-এর নিচে কালি কেন পরে?

আরেকটি হলো, চর্বি। বয়সের সঙ্গে আমাদের শরীরে যে চর্বিটা থাকে সেটি। আবার দেখা যায়, চর্বি সরে যাচ্ছে। এটি সরে গেলেও একই ধরনের গর্তের প্রভাব পড়ছে। আরেকটি হলো, স্কিন ল্যাগজেটি। বলিরেখা পড়ছে। ত্বক ঝুলে যাচ্ছে। আরেকটি হলো, চোখের নিচে পেশি আছে, একে আমরা অরবিটরি মাসেল বলি। চোখের নিচে যে ত্বক এটি পাতলা হয়। কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটি আরো বেশি পাতলা হয় এবং ট্রান্সলুসেন্ট হয়। এগুলো হলো কারণ।


Why wear ink under the eyes?

The black spot under the eyes is called under eye dark circle. This is called periorbital or unfraorbital or pigmentation or darkening in medical terms. The best part is, it doesn't involve any complicated medical conditions. It is associated with beauty. This is the case for both men and women. What is the reason for this? One is genetic factors. It can go from generation to generation. Second, another reason is lack of sleep. If you do not sleep properly, black spots or dark circles may appear under the eyes. Number three is lack of nutrition. 

চোখ-এর নিচে কালি কেন পরে?

Anemia, vitamin D deficiency, but these can be black spots under the eyes. Number four is the lack of rest. It can be the eyes or the body. Lately the way of life is such that our eye pressure is a lot. We look at laptops, computers or mobiles for a long time. If you look at them for a long time, there may be black spots under the eyes. Stress can also cause black spots under the eyes. Lack of sleep or stress reduces blood circulation. Then the black spot comes under the eyes. Then came the allergy. Whether it is allergic rhinitis, then atopic dermatitis, eczema - those who have common dermatitis, can have this problem. Whatever happens to them, itches under the eyes. Regular eye itching, rubbing, that's why there's a problem. This is what we call secondary PI. Post-inflammatory hyper pigmentation.

Another is the anatomical defect. We have a hole under our eyes. This is what we call tear trout. As seen in some people, this hole is very deep. The shadows fall because of the depth. It's not a stain, but the blackness comes.

চোখ-এর নিচে কালি কেন পরে?

Another is fat. The fat that we have in our body with age. Again, the fat is gone. Even if it is removed, the same kind of hole is having an effect. Another is skin luggage. The wrinkles are falling. The skin is sagging. Another is that there are muscles under the eyes, which we call orbital muscles. The skin that is under the eyes makes it thinner. In some people it is more slender and translucent. These are the reasons.

Post a Comment

Previous Post Next Post