👉আমি বল্লাম, 'আমি ব্যার্থ,'
(২৩;১)
আল্লাহ বলছেনঃ- "বিশ্বাসীরা সফল হবে।"
👉আমি বল্লাম, ’জীবনে আনেক কষ্ট,'
(৯৪;৬)
আল্লাহ বলছেনঃ- "নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি আছে।"
👉আমি বল্লাম, ’আমাকে কেউ সাহায্য করে না,'
(৩০;৪৭)
আল্লাহ বলছেনঃ- "মু'মিনদের সাহায্য করা আমার দ্বায়িত্ব।"
👉আমি বল্লাম, ’আমি দেখতে খুবই কুৎসিত,'
(৯৫;৪)
আল্লাহ বলছেনঃ- "মানুষকে সৃষ্টি করেছি সুন্দর আকৃতিতে।"
👉আমি বল্লাম, ’আমার সাথে কেউ নেই,'
(২০;৪৬)
আল্লাহ বলছেনঃ- "ভয় করোনা, আমি মু'মিনদের সাথে আছি।"
👉আমি বল্লাম, ’আমার পাপ অনেক বেশি,'
(২;২২২)
আল্লাহ বলছেনঃ- "আমি তওবাকারীদের ভালোবাসি।"
👉আমি বল্লাম, ’আমি সব সময় অসুস্থ থাকি,'
(১৭;৮২)
আল্লাহ বলছেনঃ- "আমি কোরআন কে সকল রোগের নিরাময় (শেফা) করে পাঠিয়েছি।"
👉আমি বল্লাম, ’এই দুনিয়া আমার ভালো লাগে না,'
(৯৩;৪)
আল্লাহ বলছেনঃ- "নিশ্চয়ই পরকাল, ইহকাল অপেক্ষা উওম।"
👉আমি বল্লাম, ’বিজয় অনেক দূরে,'
(২;২১৪)
আল্লাহ বলছেনঃ- "আমার সাহায্য একান্ত নিকটবর্তী।"
👉আমি বল্লাম, ’আমার জীবনে খুশি নেই,'
(৯৩;৫)
আল্লাহ বলছেনঃ- "শীঘ্রই তোমার রাব্ব তোমাকে এত দিবেন যে, তুমি খুশি হয়ে যাবে।"
👉আমি বল্লাম, ’আমি সব সময় হতাশ,'
(৩;১৩৯)
আল্লাহ বলছেনঃ- "তোমারা নিরাশ হইয়ো না, এবং দুঃক্ষ করো না।"
👉আমি বল্লাম, ’আমার পরিকল্পনা সফল হচ্ছে না,'
(৩;৫৪)
আল্লাহ বলছেনঃ- "তিনি সর্বোত্তম পরিকল্পনাকারী।"
👉আমি বল্লাম, 'আমার কেউ নেই,'
(৬৫;৩)
আল্লাহ বলছেনঃ- "যে আমার উপর ভরসা করে, তার জন্য আমিই যথেষ্ট।"
(আসুন বেশি বেশি কোরআন এর অর্থ পড়ি,
এবং আল্লাহর উপর ভরসা করি)