একাধিক বিয়ের আগে নিজেকে এই প্রশ্নগুলো করুন

একাধিক বিয়ের আগে নিজেকে এই প্রশ্নগুলো করুন


একাধিক বিয়ের আগে নিজেকে এই প্রশ্নগুলো করুন

আগেও বলেছি, এখনো বলতেছি । কেউ সাময়িক আবেগী হয়ে মাসনা করবেন না । কারণ বিয়ে একটা ছেলেখেলা নয় । বিয়ে একটা বিশাল দায়িত্বের নাম । যারাই ইদানিং মাসনা করেতেছে, তারাই কিছু ভুলের কারণে পেরেশানিতে ভুগছে ।
যেহেতু আমাদের দেশে একাধিক বিবাহের প্রচলন বর্তমানে ট্যাবু হয়ে আছে, তাই মাসনা বিবাহ করার আগে আপনি আপনাকে প্রশ্ম করুন, আপনি প্রস্তুত আছে কিনা (?)
√√কেন মাসনা করবেন? নির্দিষ্ট কোন কারণ ছাড়া কেউ (স্রিফ বৈধ) কোন কাজ করেনা, এটাই স্বাভাবিক । আপনার প্রয়োজনটা কি??
√√ওয়াহিদার স্বতস্ফুর্ত সম্মতি আছে কি? যদি থেকে থাকে, প্রয়োজনীয় সরকারি কাগজপত্র কোন উকিল মাধ্যম (মাসনা করার আগেই) প্রস্তুত করেছেন কি? এটা শরিয়াহের জন্য নিষ্প্রয়োজন, কিন্তু সরকারি বিধির জন্য আপনার করা আবশ্যক । পরবর্তী ফিতনা উঁকি দেওয়ার আগেই ফিতনামুক্ত নিজে থাকুন, মাসনাকেও রাখুন ।
√√ওয়াহিদার বকেয়া মহর সবটুকো আদায় করেছেন কি? অথবা মাসনার জন্যেও কি ফের বকেয়ার চিন্তা করতেছেন??
(মাসনা শুধুমাত্র জায়েজ, কিন্তু মহর ওয়াজিব)
√√উভয়ের পৃথক থাকা-খাওয়া/সার্বিক ভরণ-পোষন দেওয়ার জন্য আপনি প্রস্তুত তো?
√√শারিরিক ও মানসিক দিক থেকে একাধিক বিয়ের জন্য আপনি প্রস্তুত আছেন কি? মনে রাখবেন, এক আর একধিক আহলিয়ার চাওয়া-পাওয়া ও ইচ্ছা এক নয় । ওয়াহিদা এখন যা চাচ্ছেনা, পরবর্তীতে প্রতিযোগিতা বশত চাইতে পারে ।
√√ইনসাফ প্রতিষ্ঠার জন্য আপনার পর্যাপ্ত দ্বীনি ধারনা
আছে কি?
√√আপনার অভিভাবক, ওয়াহিদার অভিভাবক ও মাসনার অভিভাবক থেকে কোন প্রকার বিরুদ্ধাচরণ পাওয়ার সম্ভাবনা আছে কি? থাকলে প্রয়োজনীয় পদক্ষেপ পূর্ব থেকে রাখছেন কি??
√√একাধিক স্ত্রী মানে, অনেক বেশি সন্তান । সন্তান পালন ও দায়িত্ব গ্রহণের জন্য আপনার যথাযথ যোগ্যতা আছে কি?
√√একাধিক বিয়ের ক্ষেত্রে সমাজ আপনাকে খাটো করে দেখবে । যে কোন ভাল কাজের বেলায় সমাজ এমনই । বর্তমান আমাদের এই সমাজে দুধের চেয়ে মদের ক্বদর বেশি । তাই বিয়ের চেয়ে যিনা সহজ । বিশেষ করে আপনি বন্ধু মহলে লাঞ্চিত হতে পারেন । প্রয়োজনীয় প্রস্তুতি রাখছেন তো?
সবশেষে বলতে চাই, বিয়ে করবেন ভাল কথা, একচোখে ঘি আরেক চোখে যেন তেল না দেন ।
উভয়ের সাথে, উভয়ের সন্তানদের সাথে স্বাভাবিক আচরণ করবেন । আল্লাহ্ আপনার সহায় হোক ।
(ম.কাজীএনাম)

Post a Comment

Previous Post Next Post