সাইট লিংক সার্চ বক্স স্কীমা তৈরি করার সম্পূর্ণ গাইডলাইন

সাইট লিংক সার্চ বক্স স্কীমা তৈরি করার সম্পূর্ণ গাইডলাইন

 এই schema তৈরী করা অনেক সহজ। তবে কিছু বিষয় আছে যেটা অনুসরণ করতে হবে। তার আগে বলে নেই এই schema কার জন্য দরকার। মূলত এইটা বিজনেস সার্ভিস সরবরাহ ও ব্র্যান্ড ওয়েবসাইট গুলোর জন্য দরকারি। যারা ব্লগিং, আমাজন অ্যাফিলিয়েট করেন তাদের জন্য দরকার নাই। যারা লোকাল SEO নিয়ে কাজ করেন তাদের প্রত্যেকের বিষয়টি জেনে রাখা উচিৎ।

বেশ কিছুদিন এইটা নিয়ে বিভিন্ন গ্রুপে পোস্ট দেখেছি। নিচের ইমেজে দেওয়া রেজাল্ট মূলত অনেক সময় গুগোল নিজে থেকেই দিয়ে থাকে। হ্যা কথাটা সত্য তবে এইটা পেতে অনেক সময় লেগে যায়। যদি ম্যানুয়ালি করা হয় তাহলে দুই দিন থেকে পাঁচ মাসের মধ্যে রেজাল্ট পাওয়া যায়।
তো এইটা কিভাবে করবেন?
১. প্রথমে আপনি যে পেজ গুলো search results এ নিয়ে আসতে চাচ্ছেন, সেগুলো সাইটের ফুটার বা হোম পেজের যে কোনো যায়গায় সেটআপ করুন। মেনুতে থাকলে হবে না। মানে পেজের নিচের দিকে যে কোনো জায়গায় দিলেই হবে।
এর মানে হলো আপনি যে পেজ গুলো search results এ দেখাবেন সেগুলোকে হোম পেজ থেকে ইন্টারনাল লিংক করতে হবে।
নোট: আপনি যে পেজ গুলো ইন্টারনাল লিংক করছেন সেগুলোই যে search results এ আসবে এর কোনো গ্যারান্টি নাই। গুগল তার নিজের ইচ্ছা মত রেজাল্ট দেখাতে পারে। তবে ৭০% ক্ষেত্রে দেখা যায় হোম পেজ থেকে যে পেজ গুলোকে ইন্টারনাল লিংক করা হইছে সেগুলো সার্চ রেজাল্টে দেখায়।
২. ইন্টারনাল লিংক করা হয়ে গেলে আপনাকে একটা schema তৈরী করতে হবে সে জন্য প্রথমে এই লিঙ্ক চলে যান।
এর পর Schema অপশন থেকে website সিলেক্ট করে নিন। তার পর সেখানে আপনার কাছ থেকে কিছু তথ্য চাইবে।
প্রথমে আপনার ওয়েবসাইটের নাম দিন। তার পরে আপনার ওয়েবসাইটের ইউআরএল টা দিন। পরের অপশনে আপনার সাইটের ইন্টারনাল search লিংক দিতে হবে।
ইন্টারনাল search link মূলত এই রকম (https://yoursite.com/?s=)
তো আপনি আপনার ওয়েবসাইটের সম্পূর্ণ ইউআরএল এর সাথে /?s= লেখা টা লাগিয়ে ঐখানে পেস্ট করুন।
তার পরে একটা অপশন দেখাবে, ঐখানে কিছু দেওয়ার দরকার নাই। তারপর ডান দিকে schena কোড দেখাবে, এইবার কোড টা কপি করে আপনার সাইটের head অপশনে বসিয়ে সেভ করে দিন।
নোট: কোড সাইটের হেডারে নিয়ে পেস্ট করার আগে ওই জায়গা থেকে টেস্ট করে নিয়েন। যদি কোনো error দেখায় তাহলে ফিক্স করতে হবে। আপনি যদি ঠিক মত সব কিছু করে থাকেন তাহলে কোনো error থাকবে না ।
কোড সেটআপ করে দুই থেকে চারদিন পর search দিয়ে দেখুন সাইট লিংক search বক্সে আপনার রেজাল্ট দেখাচ্ছে।
কাজ করতে গিয়ে যদি কোনো প্রব্লেম এ পড়েন একটু নক দিয়েন, হেল্প করব।

Post a Comment

Previous Post Next Post